শনিবার, ২৯ নভেম্বর, ২০০৮

সবজিতে গুটি ইউরিয়া ব্যবহার


সবজিতে গুটি ইউরিয়া ব্যবহার


এ দেশে ধান ফসলে গুটি ইউরিয়া ব্যবহার করে সুফল পাওয়া গেছে। গুটি ইউরিয়া ধীরে ধীরে নাইট্রোজেন মুক্ত করে বিধায় একবার জমিতে দিলে ফসলের জীবনকালে আর ইউরিয়া সারের দরকার হয় না। অন্য দিকে গুঁড়ো ইউরিয়া দ্রুত গলে যায় এবং নাইট্রোজেন মুক্ত করে বিধায় তার অপচয়ও বেশি হয়। দীর্ঘ দিন ধরে গাছকে নাইট্রোজেন সমানভাবে সরবরাহ করতে পারে না। গুঁড়ো ইউরিয়া জমিতে দেয়ার পর প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ নাইট্রোজেন বিভিন্ন কারণে জমি থেকে নষ্ট হয়, গাছ পায় মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ নাইট্রোজেন। ফলে চাষিদের আর্থিক ক্ষতি হয় এবং গাছও সব সময় নাইট্রোজেনের জোগান না পেয়ে তার বৃদ্ধি মাঝে মাঝে থমকে যায়। ফলে গাছে অভাবজনিত লক্ষণ দেখামাত্রই বারবার ইউরিয়া সার ছিটাতে হয়। তাই এসব ঝামেলা এড়িয়ে সব সময় গাছকে সবুজ সতেজ রাখতে গুটি ইউরিয়া ধীরে ধীরে চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। তবে ধান ফসলে গুটি ইউরিয়া ব্যবহার হলেও সবজি ফসলে ঠিক সেভাবে শুরু হয়নি। অথচ সবজি ফসলেও বিশেষত আলু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন ইত্যাদি ফসলে গুটি ইউরিয়া ব্যবহার করে যথেষ্ট সুফল পাওয়া গেছে। তাই সবজি চাষিরাও গুঁড়ো ইউরিয়ার বদলে সবজিতে গুটি ইউরিয়া সার ব্যবহার করতে পারেন। আলুতে গুটি ইউরিয়া ব্যবহার সাধারণত নভেম্বরের মধ্যেই আলু লাগানো হয়। তাই আলু লাগানোর আগে জমি ভালোভাবে চাষ দিয়ে প্রতি শতাংশে ১২ কেজি গোবর, ১২০ গ্রাম টিএসপি এবং মাত্রার অর্ধেক পরিমাণ এমওপি অর্থাৎ ৫০০ থেকে ৬০০ গ্রাম এমওপি সার জমিতে সমানভাবে ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ৪৫ সেন্টিমিটার পর পর লাইন করে প্রতি লাইনে ১৫ সেন্টিমিটার বা ৬ ইঞ্চি দূরত্বে আলু বপন করতে হবে। লাইনে আলু বপনের সময় দুই বীজ আলুর মাঝখানে একটি করে গুটি ইউরিয়া দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। আলু লাগানোর ৩০ থেকে ৩৫ দিন পর মাটি দিয়ে ঢেকে দিতে হবে। সে সময় বাকি অর্ধেক কিস্তির এমওপি সার দিয়ে সেচ দিতে হবে। আর কোনো ইউরিয়া সার দেয়ার দরকার হবে না। এর ফলে আলুর জন্য সুপারিশকৃত ইউরিয়া সারের চেয়ে ২০ শতাংশ ইউরিয়া কম লাগে এবং ফলনও বেশি পাওয়া যায়। এতে প্রতি শতাংশে ১.১৯ কেজি গুটি ইউরিয়া লাগে। বাঁধাকপি ও ফুলকপিতে গুটি ইউরিয়া ব্যবহার বাঁধাকপি ও ফুলকপির জন্য ১ মিটার চওড়া করে দুই বেডের মাঝখানে ৩০ সেন্টিমিটার নালা রেখে বেড তৈরি করতে হবে। বেডে ৬০ সেন্টিমিটার দূরত্বে দুই সারিতে ৪৫ থেকে ৬০ সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করতে হয়। চারা লাগানোর ১০ থেকে ১৫ দিন পর মাটির উর্বরাশক্তি অনুযায়ী প্রতিটি গাছের গোড়ায় মাটিতে ১ গ্রাম ওজনের ৭ থেকে ৯টি গুটি ইউরিয়া রিং পদ্ধতিতে চার দিকে ৭ থেকে ৮ সেন্টিমিটার গভীরে পুঁতে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। অন্যান্য পরিচর্যা ও সেচ যথারীতি চালিয়ে যেতে হবে। গুটি ইউরিয়া ব্যবহারে বাঁধাকপি ও ফুলকপির জন্য সুপারিশকৃত ইউরিয়ার ২০ শতাংশ সার কম লাগে। প্রতি হেক্টরে বাঁধাকপির জন্য ৪২৩ কেজি ও ফুলকপির জন্য ২১০ কেজি গুটি ইউরিয়া লাগে।


কোন মন্তব্য নেই: